Mask এ সুন্দর ফ্যাশন……
বর্তমানে কর্ণার সময়ে মুখে মাস্ক পড়ার কারণেই সেভাবে আর সাজগোজ করা হয় না। তবে মাস্কটা যেহেতু পড়া হয়, আজকাল মাস্ক নিয়ে ভাবছেন অনেকেই। সম্প্রতি ভারতীয় ফ্যাশন উইক এর মঞ্চ দূষণ থেকে বাঁচার উপায় হিসেবে মডেলদের মুখে মাস্ক পড়িয়েছিলেন ডিজাইনার অভিষেক। তিনি mask ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করেও তুলতে চেয়েছেন। এই ডিজাইনার বলেন, আগামী দিনে মাস্কের গুরুত্ব অনেক বাড়বে লোকে হ্যান্ড ব্যাগ কেনার মত করে মাস্ক কিনবে। পোশাকের রঙের সাথে মিলিয়ে অনেকেই কাপড়ের mask ব্যবহার করছেন এখন। যদি নিজেরা ডিজাইন করে mask তৈরি করেন অবশ্যই সঠিক মাপ নিয়ে নেবেন, যেন বাহিরের কিছু না ঢুকতে পারে। আবার সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে ঠিক মত শ্বাস নেওয়া যায়। জনপ্রিয় ব্র্যান্ড লুবনান ট্রেড কনসোর্টিয়ামের পরিচালক মনিরুল হক খান বলেন, করোনার জন্য দেশে না শুধু বিশ্বের ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়েছে। আর গতানুগতিক পোশাকের বাহিরে গিয়ে মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় ফ্যাশন দুইটি রক্ষা হয় এই বিষয়গুলো নিয়ে এখন থেকেই ভাবতে হবে। এ সময়ে মাস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এই ধরনের ডিজাইনের mask অনেক অনলাইন শপিং পাওয়া যাচ্ছে।
Writer : Md. Shaiokh Sahariar Haque
For Inquiry : Contact Us