অভিনয় ছাড়লেন এ্যানি খান…….
অভিনয় ছাড়লেন এ্যানি খান…….
সুজানার পর এবার অভিনয় ছাড়লেন মডেল অভিনেত্রী এ্যানি খান। ধর্মে-কর্মে মনোনিবেশ করার কথা বলে এ সিদ্ধান্তের কথা জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী। সপ্তাহখানেক আগে এই কারণ দেখিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। এনি খান বলেন; এক বছর আগে থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেব ভাবছিলাম। মিডিয়া থেকে একেবারে দূরে চলে যাব। কিন্তু সবকিছু গুছিয়ে নিতে সময় লাগছিল। করোনার সময়ে শুটিং বন্ধ হয়েছে ভাবলাম এটাই উত্তম সময় মিডিয়াকে বিদায় জানানোর। মিডিয়ায় এ্যানি খান এর যাত্রা শিশুশিল্পী হিসেবে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকের কাছে বেশ পরিচিত এখন দুই যুগের বেশি সময় এই ক্যারিয়ার দর্শকের ভালোবাসায় মুগ্ধ বলে জানালেন তিনি।এ্যানি বলোন; ছোট থেকে টিভিতে বিভিন্ন অনুষ্ঠান করতাম।২০১৫ সাল পর্যন্ত অভিনয়ে অনিয়মিত ছিলাম। তারপর থেকেই পর্যন্ত টানা নাটকে কাজ করে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তবে এবার একেবারেই মিডিয়ার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি সার্বক্ষণিক নামাজ এবাদতে মগ্ন আছি কত বৎসর মিডিয়া বিদায় জানানোর সিদ্ধান্ত নেই কিন্তু তাও অভিনয় করেছিলাম এ বছর জানুয়ারি 26 তারিখ থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে মার্চের 19 তারিখ শেষ বার শুটিং করেছি এখন আর অভিনয় করব না কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়ায় ছাড়ার সিদ্ধান্ত নেইনি। একেবারে নিজের উপলব্ধি থেকে তার এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে তিনি আরো বলেন মৃত্যুর পর আমার হিসেবে আমাকে দিতে হবে।তাই আত্মোপলব্ধি থেকে আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি। প্রতিনিয়ত অহরহ মৃত্যুর খবর গুলো যেভাবে সেভাবে শোনা যেত না; শুনলেও নাড়া দিত না। বাবাকে হারালাম, চোখের সামনে কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। এগুলোর কারণে রিয়েলাইজেশন গুলো এসেছে। আমি এক মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যত জানার চেষ্টা করছি ততোই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে করে অনেক কিছুতে বিধি-নিষেধ চলে আসছে। তাই আর মিডিয়ায় থাকছে না। তবে সবকিছু গুছিয়ে নিতে আরো কিছুদিন সময় লাগবে এনির বিভিন্ন চ্যানেলে তার অভিনীত পাঁচটি সিরিয়াল প্রচার হচ্ছে। সেগুলো শর্ত মেনে ছাড়তে হবে। তবে মন থেকে চাইছেন আল্লাহ যেন তাকে আর মিডিয়ার কাজে না ফেরান।
Writer : Md. Shaiokh Sahariar Haque
For Inquiry : Contact Us